২৮ মে ২০২১, ১৭:০৬

জাবির নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাবির নির্মাণাধীন আবাসিক হল  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন একটি ভবনের ৬ তলা থেকে পড়ে শাহের আলী (২৫) এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন ২২ নম্বর নির্মাণাধীন হল থেকে পড়ে ওই শ্রমিক মারা যান।

এই ঘটনা তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছে ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র সংগঠন। তাছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনসমূহ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাড়াও পৃথক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এই দাবি জানায়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীণ সব ভবনে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

নুরানী কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ঘটনাটি নিয়ে আমরা মর্মাহত। ওই শ্রমিকের জীবন তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাই নিহতের পরিবারকে যেন ভালোভাবে চলার মত ক্ষতিপূরণ দেওয়া হয় সেই চেষ্টা করছি।