মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীকে, ঢাবিতে উপাচার্যকে স্মারকলিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২১, ০৬:৩০ PM , আপডেট: ২৭ মে ২০২১, ০৭:০৮ PM
দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া হল-ক্যাম্পাস খোলাসহ একাধিক দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে রাজধানীর শাহবাগ এবং বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ শেষে স্মারকলিপি দেয়া হয়।
শিক্ষামন্ত্রীকে স্মারকলিপির দেয়ার বিষয়ে ঢাবি শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১ জুনের মধ্যে খুলে দিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত না থাকায় মন্ত্রীর সচিবের স্টাফ শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেছেন।
এদিন দুপুরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ জুনের মধ্যে খুলে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে শিক্ষা-কার্যক্রমের বাইরে থাকায় তাদের মধ্যে হতাশা, মাদকাসক্ত হওয়া, নানাবিধ অন্যায়ে জড়িয়ে পড়া ও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে সারাদেশে কয়েক কোটি শিক্ষার্থীর বিপন্ন প্রায় জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা ছাড়া কোনও গত্যন্তর নেই।
এর আগে, এদিন দুপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাস খোলাসহ একাধিক দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি গত দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য একের পর এক তারিখ দেওয়া হচ্ছে। কিন্তু খোলা হচ্ছে না এমনকি কোনো ধরনের প্রস্তুতিও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারলেও নিচ্ছে না। বরং জাতীয় সিদ্ধান্ত বলে দায় সারছে। এদিকে শিক্ষার্থীরা নিরাপত্তা এবং সেশন জটের শঙ্কায় পড়েছেন। অবিলম্বে যাতে হল-ক্যাম্পাস খোলা হয় সেজন্য আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি।
এছাড়া একই দাবিতে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়-কলেজ এবং জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
সারদেশে বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়েও স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপির বিষয়ে আমরা যদি কোন সদুত্তর না পাই তাহলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।