পাবলিক বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন কাল
বিশ্ববিদ্যালয় প্রশাসনে নন-একাডেমিক (আমলা) নিয়োগ বাতিল ও পাবলিক বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নন-একাডেমিক (আমলা) ব্যক্তিতে নিয়োগ দিয়ে গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বিষয়ে ইতো মধ্যে সরকারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ও মহাচিবসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।