মস্তিষ্কের রক্তক্ষরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু

মারুফ হাসান জুবায়ের ও জাবি লোগো
মারুফ হাসান জুবায়ের ও জাবি লোগো  © সংগৃহীত

মস্তিষ্কের রক্তক্ষরণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (২৫ মে) রাত ৮টার দিকে মারুফ হাসান জুবায়ের নামে ওই শিক্ষার্থী রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মারুফ হাসান জুবায়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা সদরে। দুই ভাই বোনের মধ্যে মারুফ বড়।

বিষয়টি নিশ্চিত করে মারুফের বিভাগের বড় ভাই ইউসুফ জামিল বলেন, ১৭ রমজান মারুফ স্ট্রোক করেন। এরপর তিনি কাউকে চিনতে পারছিলেন না। এ অবস্থা ঈদের একদিন পর মারুফকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

মারুফের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক বিজ্ঞপ্তিতে তিনি মারুফের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সর্বশেষ সংবাদ