দু’মাস পিছিয়েছে চবি ভর্তি পরীক্ষা, ২০ আগস্ট শুরু
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:২৪ AM , আপডেট: ২৪ মে ২০২১, ১২:২৪ AM
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দু’মাস পেছানো হয়েছে।
আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা হবে আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে।
রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় ডিনস কমিটির এক সভায় এবারের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চবির আইসিটি সেল সূত্রে জানা যায়, চবির চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে এবার সর্বমোট আবেদন সম্পন্ন করেছেন এক লাখ ৮৩ হাজার ৮৭০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া আবেদন করেও টাকা জমা না দেয়ায় ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন ১১ হাজার ৯২২ জন ভর্তিচ্ছু।
চবির ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে আসন রয়েছে চার হাজার ৯২৬টি। সে হিসেবে একটি আসনের জন্য এবার প্রতিযোগিতা করবেন প্রায় ৩৭ জন শিক্ষার্থী।
এছাড়া চবির ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা লগ ইন, অভিযোগ, ভর্তি আবেদনের তথ্য সংশোধন করাসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।