গুরুতর অসুস্থ অবস্থায় রাবি অধ্যাপককে ঢাকায় স্থানান্তর
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মে ২০২১, ০৪:৩১ PM , আপডেট: ২২ মে ২০২১, ০৪:৩১ PM
গুরুতর অসুস্থ অবস্থায় জরুরি চিকিৎসার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শিবলী সাদিককে ঢাকায় নেয়া হয়েছে। ঢাকায় স্থানান্তর সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
আজ শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।
তিনি জানান, অধ্যাপক শিবলী সাদিক দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। সেজন্য এবছরের শুরুতে ভারতে তার একটা বাইপাসও করা হয়েছিল। ফলে অনেকটা সুস্থ্যই ছিলেন। তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়ে আসছিলেন।
প্রক্টর জানান, কিন্তু সেখানে তার হৃদযন্ত্রে টেম্পোরারি পেস মেকার বসানো হলে অবস্থার অবনতি হয়। ফলে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের উত্তরোত্তর সুস্থতা কামনা করেছে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।