২২ মে ২০২১, ১৪:৫৪

জাবির ছুটি বাড়লো, ক্লাশ-পরীক্ষা চলবে অনলাইনে

জাবি ক্যাম্পাস  © ফাইল ছবি

করোনা মহামারির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার (২১ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে চলমান করোনা মাহামারিতে সংক্রমণের ঊর্ধগতির কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়াও হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ মে থেকে চলবে অনলাইন ক্লাস (উইকেন্ড প্রোগ্রামসহ)। যেসব বিভাগের ৪৫তম ব্যাচের পরীক্ষা এখনও নেয়া হয়নি, তাদের বিভাগের দেয়া নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেয়া হবে।

আগামী ২৭ মে শিক্ষা পর্ষদের সভায় অনলাইন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর ৪৫তম ব্যাচ ব্যতীত অন্য সব ব্যাচের পরীক্ষর কার্যক্রম শুরু হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।