ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন কাল
ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামীকাল মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সোমবার (১৭) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এতে অংশ নিবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলায় রোববার পর্যন্ত গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ২০০ হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৮টি শিশু রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তাদের ১০ জন নিহত হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আরো পড়ুন
ভেঙে পড়ল ইসরায়েলের নির্মাণাধীন উপাসনালয়ের গ্যালারি
ঢাবিতে নেতানিয়াহুর কুশপুতুল দাহ, গ্রেপ্তার দাবি
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলতে থাকবে: নেতানিয়াহু