রাবির নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি ড. কামাল পাশা

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামাল পাশা।

রোববার (১৬ মে) দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমদের পর আগামী ৩ বছরের জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, গোলাম ফারুক সরকার, লিটন হোসেন, মো. আলতাফ হোসাইন, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রভাষক রাদিয়া আউয়াল তৃষা প্রমুখ।

আরো পড়ুন রাবিতে নিয়োগ পাওয়া ১২৯ জন সিভিই দেননি

পরে বিভাগের শিক্ষকরা নতুন সভাপতি সহযোগী অধ্যাপক কামাল পাশাকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

কামাল পাশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে স্নাতক এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ২০০২ সালের ৩১ ডিসেম্বরে নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১৬ সালের ২৬ ডিসেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।


সর্বশেষ সংবাদ