ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আইয়ুবুর রহমান ভূঞা আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আইয়ুবুর রহমান ভূঞা আর নেই। আজ মঙ্গলবার (১১ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক ড. আইয়ুবুর রহমান ভূঞা-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আইয়ুবুর রহমান ভূঞা ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে একজন বিশেষজ্ঞ অধ্যাপক। ইসলামিক অর্থনীতি বিষয়েও তার অসাধারণ পাণ্ডিত্য ছিল।
“তিনি ছিলেন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও স্পষ্টভাষী মানুষ। যে কোন বিষয়ে তিনি জ্ঞানগর্ভ ও বস্তুনিষ্ঠ মতামত প্রদানে দক্ষ ও পারদর্শী ছিলেন। শিক্ষা বিস্তার ও গবেষণায় অনন্য অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।