রাবি গোল্ড বাংলাদেশের নতুন কমিটি
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দিব্যন্দু বিশ্বাসকে সভাপতি ও ফোকলোর বিভাগের সাওদা জামান রিশাকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কের সংগঠন গোল্ড বাংলাদেশ নতুন কমিটি ঘোষণা করেছে। সোমবার বিকেলে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির মডারেটর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জান্নাতুল জান্নাত, খন্দকার নাসিম, ইকরামুল ইসলাম ও তাজরীন খান মেধা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা বেগম মিনা ও আমির হামজাহ সুমন, সাংগঠনিক সম্পাদক পিনাক রায়, সহ-সাংগঠনিক সম্পাদক-হাদিউল ইসলাম হাদি ও কোষাধ্যক্ষ তাসমিয়া হক, সহ-কোষাধ্যক্ষ আফরিন জাহান তনিমা, এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে তোফাজ্জল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফাতেমা লতা।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাকুর রহমান আদি, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহতাদিন আলম তৌফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরেফা আফরিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান মিলু, বিতর্ক প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক শামীমা আফরোজ, সহ-প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক- মাহদি হাসান নূর, পাঠচক্র সম্পাদক- সাইফুদ্দিন ইসলাম, সহ-পাঠচক্র সম্পাদক-মামুনুজ্জামান স্নিগ্ধ, সাংস্কৃতিক সম্পাদক খুশিতা রহমান জেনভী, সহ-সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মামদুহা ইমু, জনসংযোগ সম্পাদক মারুফ হাসান এবং সহ-জনসংযোগ সম্পাদক বিনীতা বিশ্বাস।
এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোল্ড বাংলাদেশের মডারেটর ড. মো রবিউল ইসলাম, ড. মামুন আব্দুল কাইয়্যুম ও ড. রাদিয়া আওয়াল তৃষা এবং প্রেসিডিয়াম কমিটির সভাপতি কাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান কর্মসূচি চালু করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ফ্রেশার্স বিতর্ক উৎসব-২০ এর ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট জেনেটিক ইন্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সায়মা রহমানকে ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর সভাপতি দিব্যন্দু বিশ্বাস জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান রীতি চালু করেছে। যা নিসন্দেহে বিতর্ক জগতে একমাইলফলক। এ রীতি নবীন বিতার্কিকদের বিতর্কের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দেবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।