রোববার থেকে রাবির বিদায়ী উপাচার্যের অনিয়ম তদন্ত শুরু
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মে ২০২১, ০৩:০১ PM , আপডেট: ০৭ মে ২০২১, ০৪:৩৩ PM
মেয়াদের শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে অবৈধ ও বিধিবহির্ভূতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান যে জনবল নিয়োগ দিয়েছেন, তার তদন্তকাজ আগামী রোববার থেকে শুরু হচ্ছে।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহম্মদ আলমগীর এ কথা জানিয়েছেন। অধ্যাপক আলমগীর এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির প্রধান। ঘটনার পর গতকাল বৃহস্পতিবার এই কমিটি করা হয়।
চার সদস্যের এই কমিটির সদস্যরা হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক মো.আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. জাকির হোসেন আখন্দ এবং সদস্যসচিব ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) মোহাম্মদ জামিনুর রহমান।
দেখুন: রাবিতে উপাচার্যের গণনিয়োগ বাতিল হতে পারে, শাস্তি পাবেন জড়িতরা
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী রোববার প্রথম কর্মদিবস শুরু। এই কমিটি অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে। তদন্তকাজের জন্য কমিটি ঈদের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
দেখুন: অ্যাডহকভিত্তিতে ১৪১, এভাবেও নিয়োগ দেয়া যায়!
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আলমগীর বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে এই নিয়োগ অবৈধ ও বিধিবহির্ভূত। সুতরাং তাঁদের কাজটি সহজ হবে। শুধু দোষী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশ করবেন তাঁরা।