রাবিতে পাওয়া আরও ২ মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় ২ অবিস্ফোরিত মর্টারশেল পুনরায় নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় টিম। শনিবার (০১ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের জমিতে বিস্ফোরণের মাধ্যমে শেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
এর আগে, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব দিকে খননকৃত নতুন পুকুরে পাওয়া শেলটি পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্ফোরণের মাধ্যমে নষ্ট করে সেনাবাহিনী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় পাক হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাটি ছিল। এমনকি তারা বিশ্ববিদ্যালয়ের জোহা হলে টর্চার সেল গড়ে তুলেছিল। সেখানে বিভিন্ন অস্ত্রসস্ত্র এনে তারা জমা রাখত। শুধু তাই নয়, আশেপাশের এলাকার বহু নিরীহ নারী-পুরুষদের তুলে এনে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করত পাক বাহিনী। পরে এই লাশগুলো বদ্ধভূমিতে গণহাড়ে পুতে রাখত তারা।
তিনি বলেন, গত বুধবারও আমরা একটি শেল নিষ্ক্রিয় করেছি। এগুলো সংরক্ষণ করা গেলে ভাল হতো। কেননা, তা স্মৃতি হিসেবে থাকত। তবে ঝুঁকি থাকায় এগুলো নষ্ট করা হচ্ছে।
অনুসন্ধান করলে এই এলাকায় এমন আরো বিস্ফোরক অস্ত্রের পাশাপাশি অন্যন্য যুদ্ধ উপকরণ পাওয়া যেতে পারে বলে ধারণা করে জরিপের জন্য উপর মহলে যোগাযোগ করার কথাও জানান প্রক্টর।