০১ মে ২০২১, ১০:২১

করোনায় ৯ শিক্ষককে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাবির শিক্ষকরা  © টিডিসি ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোট ৯ জন শিক্ষকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন বর্তমান, আর অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন সাতজন।

সর্বশেষ শুক্রবার (৩০ এপ্রিল) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তি ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমান শিক্ষকদের মধ্যে গত বছরের ৩১ মে মারা যান পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। আর চলতি বছরের ১৭ এপ্রিল মারা যান পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান

অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে, গত বছরের ৭ মে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুবরণ করেন। একই বছরের ১৪ মে বাংলা জাতীয় অধ্যাপক ও ঢাবির বিভাগের সাবেক অধ্যাপক ড. আনিসুজ্জামান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পরে ১ ডিসেম্বর মারা যান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক সভাপতি ও অধ্যাপক ড. হাসনা বেগম এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রতন লাল চক্রবর্তী। 

এছাড়া চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কে এম মোহসীন, ৮ এপ্রিল দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান মৃত্যুবরণ করেন।

শিক্ষক ছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শিক্ষার্থীদের মধ্যে হলেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মাস্টার্সের শিকার্থী কাকন মিয়া। আরেক শিক্ষার্থী করোনা সন্দেহে চিকিৎসার অভাবে মারা গেছেন। তিনি হলেন সুমন চাকমা। সুমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

এছাড়া কর্মকর্তাদের মধ্যে টিএসসির সাবেক পরিচালক আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার জ্যোতির্ময় পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে।