সোমবার থেকে জাবিতে দুই সপ্তাহ লকডাউন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব কার্যক্রম সশরীরে চলছে তা আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে অনলাইনে চলবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমই সেদিন থেকে অনলাইনে চলবে। অফিস বন্ধ থাকায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে।

তিনি বলেন, লকডাউন থাকাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকার পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’


সর্বশেষ সংবাদ