ঢাবি শিক্ষক রাশীদ মাহমুদ আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৯:২২ PM , আপডেট: ৩১ মার্চ ২০২১, ০৯:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশীদ মাহমুদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৩১ মার্চ) সাতক্ষীরায় গবেষণার কাজে গিয়ে ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন রাশীদ মাহমুদ। এরপর সাতক্ষীরার শ্যামনগরে গিয়েছিলেন গবেষণার কাজে।
তিনি আরও জানান, সেখানেই আজ হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে অধ্যাপক রাশীদ মাহমুদের ইন্তেকালের পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন। সেখানে তিনি লিখেছেন, এইমাত্রই জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকর্মী রাশীদ মাহমুদ আমাদের মাঝে আর নেই।’
তিনি লেখেন, ‘কতবার যে ফোনে কত বিষয়ে কথা হয়েছে! কত স্মৃতি। এমন সদা হাস্যময় একজন তরতাজা মানুষ এমনিভাবে নাই হয়ে যাবে? বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে হঠাৎ করে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তাঁর পরিবারকে কি ভাষায় সমবেদনা জানাব?’