২৯ মার্চ ২০২১, ২১:৫৩

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন অধ্যাপক মোশাররফ

বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন। তিনি মেডিসিন অনুষদের ডিন ও বক্ষব্যধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের শিক্ষক।

আজ সোমবার (২৯ মার্চ) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিএসএমএমইউর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাঁকে এ নিয়োগ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১৫ (১) ধারা অনুসারে অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ হবে তিন বছর ।