দ্বিতীয় ধাপে ‘স্মার্টফোন’ কিনতে ঋণ পাচ্ছেন চবির ৩৯৮ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ের জন্য দ্বিতীয় ধাপে আবেদনকৃত ৩৯৮ জন শিক্ষার্থীকে ‘সফট লোন’ দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

সোমবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ‘সফট লোন’ অনুমোদন কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, প্রথম ধাপে আবেদনকৃত ১৪০৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫০ জন শিক্ষার্থীকে ঋণের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেয়া হয়। বাকি ৫৫৪ জনকে তথ্যগত ভুলের কারণে টাকা দেয়া সম্ভব হয় না। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঋণ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পুনরায় চাইলে ৩৯৮ জন শিক্ষার্থী আবেদন করেন।

সুদবিহীন এই ঋণের আট হাজার টাকা পাওয়ার শর্তসমূহের মধ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণ পাওয়ার পর শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগীয় সভাপতি অথবা ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে আগামী ৩১ মার্চের মধ্যে স্মার্টফোন ক্রয়ের রসিদ ঋণ অনুমোদন কমিটির সদস্য সচিব বরাবর জমা দিতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন এই ঋণ পরিশোধ করতে হবে। ঋণের অর্থ সম্পূর্ণ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।


সর্বশেষ সংবাদ