২২ মার্চ ২০২১, ১২:০৪

জনকণ্ঠের সম্পাদক দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন: ঢাবি উপাচার্য

  © টিডিসি ফটো

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় উপাচার্য বলেন, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন একজন বীর মুক্তিযােদ্ধা, খ্যাতিমান সাংবাদিক, প্রকাশক ও বিশিষ্ট শিল্পপতি।

উপাচার্য বলেন, গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি দেশের আবাসন, কৃষি, প্রযুক্তি, ওষুধসহ বিভিন্ন শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংবাদপত্র শিল্পের বিকাশ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন। উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শােক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ এদিন সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।