স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র গ্রেপ্তার
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শরীয়তপুর পালং মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র।
গ্রেপ্তার হওয়া ওই ছাত্রের নাম আবুল হোসেন ভূইয়া। তার বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন।
তিনি বলেন, আবুল হোসেন বিয়ের আশ্বাস দিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছেন। ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হলে ওষুধ সেবন করে বাচ্চা নষ্ট করে দেয় বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আবুলের পরিবারের সঙ্গে একাধিক যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এমনকি গ্রেপ্তার হওয়ার পর থানার সঙ্গেও কেউ যোগাযোগ করেনি বলে জানিয়েছেন পালং থানার ওসি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আবুলে এক আত্মীয় (সম্পর্কে ভাই) বলেন, দীর্ঘদিন ধরে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে অবশেষে সে (আবুল হোসাইন) ধর্ষণ করেছে বলে জেনেছি। বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগীর ছাত্রীর বাবা জানান, তিনি রাজধানী ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করেন। সে সুবাধে তাকে ঢাকায় থাকতে হয়। আবুল আমার স্ত্রীকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে, মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে খারাপ কাজ করেছে। তাকে ছেলের মতো জানতাম। এমন করবে ভাবতে পারিনি। তিনি আবুলের বিচার দাবি করেছেন।
শরীয়তপুর সদরের পালং থানার ওসি (অপারেশন) ফকরুল ইসলাম জানান, ১৪ মার্চ রাতে ওই মেয়েকে ধর্ষণ করে আবুল। অভিযোগ পেলে মঙ্গলবার রাতে আবুলকে গ্রেফতার করা হয়। দুপুরে পালং মডেল থানার পুলিশ অভিযুক্ত আবুলকে আদালতে পাঠিয়েছে।