১৬ মার্চ ২০২১, ১২:০১

ঢাবিতে ইরানি কবি পারভিন এতেসামিকে নিয়ে ওয়েবিনার আজ

ঢাবিতে আজ শুরু হচ্ছে ‘ক্ষণজন্মা পারভিন এতেসামি: সমকালীন ইরানের প্রগতি ও মানবতার অন্তর্মুখী কবি’ শীর্ষক ওয়েবিনার  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে শুরু হচ্ছে ‘ক্ষণজন্মা পারভিন এতেসামি: সমকালীন ইরানের প্রগতি ও মানবতার অন্তর্মুখী কবি’ শীর্ষক একাডেমিক ওয়েবিনার। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় অনলাইন প্লাটর্ফর্ম জুমে এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক ও গবেষক ড. আব্দুস সবুর খান। আলোচক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. নূরুল হুদা। সভাপতি ও মডারেটর হিসেবে থাকবেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ওয়েবিনারে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য পরিবারের সদস্যবর্গ অংশ নেবেন।

এতে বিষয়ভিত্তিক আলোচনা ছাড়াও বাংলা ও ফারসিতে সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রশ্নোত্তর ও মতামত প্রদান পর্ব থাকবে। অনলাইন প্লার্টফর্ম জুমের https://bdren.zoom.us/j/63531066542 -এই লিংকে প্রবেশ করে অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে।

এ বিষয়ে ওয়েবিনারের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আধুনিক ইরানি সাহিত্যাকাশে এক ক্ষণজন্মা ঊজ্জ্বল জ্যোতিষ্কের নাম পারভিন এতেসামি। মাত্র ৩৫ বছরের সীমিত আয়ুষ্কালে যিনি তারর বিচিত্র জীবন ও কাব্যচর্চার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পারভিন এতেসামি ইরানের রক্ষণশীল সমাজে বেড়ে উঠলেও তিনি নিজেকে প্রগতির কবি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার সবচেয়ে বড় সফলতা হলো, তিনি নারী জাগরণের কবি, সর্বোতভাবে তিনি আর্তমানবতার কবি।

তিনি বলেন, রক্ষণশীলতার দেয়াল ভেঙ্গে প্রগতির সৌধ নির্মাণ, হতাশা-দূর্দশাগ্রস্থ মানুষের দুঃখ-মোচন, বর্বরতা-পাশবিকতার মূলোৎপাটন করে মানবিক সমাজের ভিত্তি সুদৃঢ় করা, সংকীর্ণতা-কুপমুণ্ডকতার অবসান ঘটিয়ে উদারনৈতিক ও বৃহৎ হৃদয়ের আবাস গড়া, হিংস্রতা-নিষ্ঠুরতার শিকল ছিন্ন করে প্রেম ও ভালোবাসার এক স্বর্গরাজ্য স্থাপন, বঞ্চিত-অবহেলিত মানবসকলের হাহাকার দূরীকরণ ও বিবাদ-বৈষম্যহীন এক বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন বুনন ইত্যাকার বিষয় তার কবিতায় বারংবার বাঙ্ময় হয়ে উঠেছে।