১২ মার্চ ২০২১, ১১:১৩

করোনা আক্রান্ত হয়ে চবির সাবেক অধ্যাপকের মৃত্যু

অধ্যাপক আ. ন. ম. আব্দুল মুক্তাদির  © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ. ন. ম. আব্দুল মুক্তাদির মারা গেছেন। বৃহস্পতিবার লাইফ সাপোর্টে থাকার পর দিবাগত রাতে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে আব্দুল মুক্তাদিরের ভাগ্নে ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম দ্যা ডেইলি ক্যাম্পাসাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল লাইফ সাপোর্টে নেয়ার পর আজ রাতে তার মৃত্যু হয়।

আব্দুল মুক্তাদিরের জানাজার বিষয়ে ভাগ্নে হাসান তৌফিক বলেন, আজ জুমআর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো।

এদিকে তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উপাচার্য আব্দুল মুক্তাদিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।