ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কাল

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশের লাঠিপেটা
প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশের লাঠিপেটা  © সংগৃহীত

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হামলার ঘটনার পর আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী এ ঘোষণা দেন।

সভাপতি সালমান সিদ্দিকী বলেন, আমরা মশাল মিছিল নিয়ে শাহবাগ যাচ্ছিলাম। পুলিশ ব্যারিকেড দিলে তা সরিয়ে আমরা সায়েন্সল্যাব যেতে চাইলে পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমাদের তিন নেতাকর্মীকে আটক করেছে। প্রায় ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

তিনি বলেন, পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল ১১টায় আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করব।

এর আগে এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া পূর্বঘোষিত মশাল মিছিল শাহবাগের ব্যারিকেড অতিক্রম করলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে মিছিলে অংশ নেওয়া অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। আহত হওয়া কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ