পরীক্ষা স্থগিতের প্রতিবাদে কাল সমাবেশ করবে চবি শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে সমাবেশের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নেয়া সম্ভব হবে না। সেজন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল নোটিশ দিয়ে বিভাগগুলোকে জানিয়ে দেয়া হবে।
এদিকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, পরীক্ষা স্থগিতের কারণে তাদের দীর্ঘ সেশনজটে পড়তে হবে। তাই চলমান পরীক্ষা অব্যাহত রাখার দাবি তাদের।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আগামীকাল ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ হবে। বেলা ১১টায় আমরা শহীদ মিনার চত্বরে জড় হব।