২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৪

‘উইন’ ‘উইন’ বলে সাত কলেজ শিক্ষার্থীদের উল্লাস

আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের চলমান পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দেয়ার পর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেন। এ সময় শিক্ষার্থীরা ‘উইন’ ‘উইন’ বলে স্লোগান দিতে থাকনে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাত কলেজের চলমান পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলমান রাখা প্রসঙ্গে জানতে চাইলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্বের রুটিন অনুযায়ীই পরীক্ষা হবে। তবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এবং বুধবারের (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষাগুলো পরে নেয়া হবে। সেগুলোর তারিখ শিগগিরই জানিয়ে দেয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার এক জরুরি সভায় সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এ খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে রাতেই নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে আজ সকাল ৯টা থেকে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেন।

শিক্ষার্থীদের টানা অবরোধের কারণে পুরো রাজধানী জুড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এর মধ্যেই জরুরি বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ কর্তৃপক্ষ। তাদের বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।