২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৫

জোর করে হলে প্রবেশ ঢাবি শিক্ষার্থীদের, সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ

ঢাবির শহীদুল্লাহ হলে জোর করে প্রবেশ করেছে শিক্ষার্থীরা  © সংগৃহীত

হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়েও। এবার জোর করে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরা ঢুকেছে বলে জানা গেছে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে হলে ঢোকেন বলে জানা গেছে। এসময় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানার জন্য হলের সদ্য সাবেক জিএস ইরফানুল হাই মো. সৌরভের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এরকম কোন বিষয় সম্পর্কে আমি জানি না। তবে বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়ে হল প্রাঙ্গণে আছে বলে আমি জানতে পেরেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ এক বছর ধরে আমাদের হল বন্ধ। আমরা আর বাড়িতে থাকতে পারছি না। তাই আমরা জোর করে উঠে গেছি।’ এসময় হলের কর্মকর্তা-কর্মচারীরা বাঁধা দিছে কিনা জানতে চাইলে তারা বলেন, ‘হল গেটে যারা ছিল, তারা আমাদেরকে দেখার সাথে সাথে নিজেরাই হলের তালা খুলে দিয়েছে।’

শহীদুল্লাহ হলের একজন নিরাপত্তা কর্মী বলেন, ‘প্রথমে একজন শিক্ষার্থী হলের ভেতর থেকে মালামাল নেবে বলে প্রবেশ করে। পরবর্তী ৩০-৪০ জন জড়ো হয়ে হলে ঢোকার জন্য জোর করলে আমি তালা খুলে দেই।’

এ বিষয়ে জানার জন্য হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

তবে হলে প্রবেশ করার বিষয়ে অবগত কিনা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ইতোমধ্যে হল কর্তৃ পক্ষের সাথে কথা বলেছি। আমরা (প্রক্টরিয়াল টিম) হল কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সাথে আলাপ করে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করবো।’