ঢাবির ব্যানারে বানান ভুল নিয়ে সমালোচনা

ভাইরাল হওয়া ব্যানার
ভাইরাল হওয়া ব্যানার  © সংগৃহীত

অমর একুশে উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ব্যানার তৈরি করে। তবে সেই ব্যানারের বেশ কয়েকটি বানান ভুল লেখায় বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে।

ব্যানারের ছবি গতকাল (শনিবার) রাতে প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ঐ ব্যানারে লেখা ছিলো, মাস্ক পড়ুন সুস্থ্য থাকুন। মাস্ক পড়ুন সুস্থ্য রাখুন। তবে বাংলা অভিধান অনুযায়ী, মাস্ক পরিধান করা অর্থে ‘পড়ুন’ নয়, ‘পরুন’ হবে; ‘সুস্থ্য’ নয় ‘সুস্থ’ হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, অনেক কাজের চাপে কয়েকটি ভুল হয়ে যায়। এ ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত বলে মনে করেন তিনি।


সর্বশেষ সংবাদ