হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে জাবি প্রশাসনকে আল্টিমেটাম

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ আল্টিমেটাম দিয়েছেন তারা।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। এসময় আরও ৬টি দাবির কথা জানায় তারা।

তাদের অন্যান্য দাবি সমূহের মধ্যে রয়েছে-ঘটনার সুষ্ঠু বিচার দাবি, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে প্রত্যাবর্তন, হল খুলে দিয়ে মৌলিক সেবা নিশ্চিত করা এবং হামলার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করাসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অস্থিরতার দায় প্রশাসনকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে এক ছাত্রী এসব দাবি তুলে ধরে বলেন, এ ঘটনায় রাষ্ট্রদ্রোহী মামলা করার কথা বলছে প্রশাসন। তবে আমরা বলতে চাই অজ্ঞাত কারও নামে এ মামলা করা যাবেনা। কারণ কারা হামলায় জড়িত এটা সবাই জানে। মামলার জন্য আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি।


সর্বশেষ সংবাদ