হল-ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলন শুরু করছেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ক্যাম্পাস বন্ধ কেন, প্রশাসনের জবাব চাই’, ‘এক-দফা এক দাবি, ক্যাম্পাস খুলে দিবি’, ‘হই হই রই রই, ভিসি স্যার গেল কই’ এমন সব স্লোগানে প্যারিস রোডে অবস্থান করে আন্দোলন করছেন।

এর আগে, শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ