২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৩

ক্যাম্পাস খোলার দাবিতে রাবিতে বিক্ষোভ

বন্ধ ক্যাম্পাস এবং হল খোলার দাবিতে বিক্ষোভ করেছেন রাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের বন্ধ ক্যাম্পাস এবং আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষাভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ‘ভ্যাকসিন আনো ভ্যাকসিন দাও, ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’ স্লোগান দিতে দেখা গেছে।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ক্যাম্পাস এবং আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, ‘বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো খুলে দেওয়া হোক। অনতিবিলম্বে আমাদের এই দাবি যদি মানা না হয়, তবে আমরা আমাদের নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে লাগাতার আন্দোলন শুরু করব।’

সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। শাবি শিক্ষার্থীরাও ক্যাম্পাস এবং আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছেন।