মাধ্যমিকের ৪০ শতাংশই মানসম্পন্ন শিক্ষা পায় না : জরিপ

  © সংগৃহীত

দেশের সরকারি মাধ্যমিক স্কুলের ৪০ শতাংশ শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উপযুক্ত মানের শিক্ষা ও অন্যান্য সেবা পাচ্ছে না। সরকারি জরিপে এমন তথ্য জানা গেছে।

অনেককে কোচিং সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। সেখানে তাদের গুনতে হচ্ছে উচ্চহারে ফি। সরকারের পরিকল্পনা কমিশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন উর রশিদ জরিপটির নেতৃত্ব দেন।

অধ্যাপক ড. মামুন উর রশিদ বলেন, বরিশাল, ঝালকাঠি ও ভোলায় জরিপটি চালানো হলেও পর্যবেক্ষণগুলো সারা দেশের জন্যই প্রযোজ্য। মাধ্যমিকের শিক্ষার্থীদের অনেকেই সঠিক মানের শিক্ষা পায় না। বহু শিক্ষার্থী কোচিং সেন্টারে যায় অথবা প্রাইভেট টিউটরের কাছে যায় তাদের গ্যাপ পূরণের জন্য।

গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬০১ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ চালানো হয়েছে। শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়, তারা নির্ভয়ে শিক্ষকদের নিকট স্কুলের খেলার মাঠ, পাঠাগার ও অন্যান্য সুবিধা ব্যবহারের কথা বলতে পারে কি না।

এই স্তরে শিক্ষার্থীরা বঞ্চিত হলে ভবিষ্যত জীবনে ব্যাপক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়ে যায় বলে উদ্বেগ প্রকাশ করেন ড. মামুন উর রশিদ। এমন একটি পরিবেশ সৃষ্টির আহ্বান জানান তিনি যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে শিক্ষকদের কাছে যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, মৌলিক গবেষণায় বৈশ্বিক মানের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। অনেক কিছুর অভাব রয়েছে আমাদের। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় দুশ্চিন্তার কথা উল্লেখ করে এই খাতের উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিকল্পনা কমিশনের সদস্য ও সরকারের সচিব মোহাম্মদ জয়নুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


সর্বশেষ সংবাদ