০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫

কাল করোনার টিকা নেবেন ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © ফাইল ফটো

আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ দিন যে কোনো সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাবি উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাক্সিন নেয়ার উৎসাহ যোগাতে আমি টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। টিকা নিতে কয়েকদিন আগেই রেজিস্ট্রেশন করেছি।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু এটি গবেষণা করে তৈরি করা হয়েছে। তাই করোনা টিকার উপর শতভাগ আস্থা রাখা উচিত। টিকা নিলেও আমাদের মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যতদিন পর্যন্ত করোনা পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল না হবে ততদিন আমাদের এটি মানতে হবে।