হত্যার ১৫ বছরেও বিচার পাননি রাবি অধ্যাপক
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক এস. তাহের আহমেদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন ওই বিভাগের শিক্ষকরা। মঙ্গলবার অধ্যাপক তাহের হত্যাকাণ্ডের পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোকসভায় এ দাবি জানান তারা।
এসময় বক্তারা হাইকোর্টে চলমান অধ্যাপক এস. তাহের হত্যাকাণ্ডের বিচারিক রায় দ্রুত নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জোর দাবি জানিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের সর্বোচ্চ মহলের সুদৃষ্টি কামনা করেন। হত্যাকাণ্ডের ১৫ বছর পার হলেও বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া এই শোকসভায় বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক মো. হামিদুর রহমান, অধ্যাপক এস হাবিবুর রহমান, অধ্যাপক ইউনুস আহমদ খান, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রমুখ।
এসময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য বিভাগের কিছু শিক্ষক-শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পশ্চিম ২৩/বি বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। পরে ৩ ফেব্রুয়ারি সকালে নিজ বাসার পেঁছনের একটি সেপটিক ট্যাংক থেকে এই অধ্যাপককের মরদেহ উদ্ধার করা হয়।