চবির অর্থ আত্মসাত: গ্রেপ্তার দেখানো হলো জিকে শামীমকে

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের ৭৫ কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বহিষ্কৃত যুবলীগ নেতা ঠিকাদার জি কে শামীমকে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সিনিয়র স্পেশাল দায়রা জজ মো. ইসমাইল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে এদিন সকালে তাকে পুলিশের কড়া পাহারায় নেয়া হয় আদালতে। কয়েক মিনিটের শুনানি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

শুনানি শেষে চট্টগ্রাম জেলা জজ আদালতের পি পি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার জামিন হবে না কারণ এটি বিশাল অর্থ আত্মসাতের ঘটনা। আমরা সব কাগজপত্র আদালতে তুলে ধরেছি।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, চবি নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের ৭৫ কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. গোলাম কিবরিয়া শামীমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

গত বছরের ২২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম।

মামলায় জিকে শামীমের সঙ্গে আসামি করা হয়েছে অপর ঠিকাদারি প্রতিষ্ঠান দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম চৌধুরী। জিকে শামীম জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।


সর্বশেষ সংবাদ