০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩

শিক্ষার্থীদের কাছে স্মার্টফোন কেনার রসিদ চেয়েছে চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

নমনীয় শর্তের ঋণের টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার রসিদটি স্ব-স্ব বিভাগীয় সভাপতি/ ইনস্টিটিউট পরিচালকের মাধ্যমে জমা দিতে হবে। সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিব বরাবর জমা দিতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এটি জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

ডেপুটি রেজিস্ট্রার আকবর হোছাইন বলেন, স্মার্টফোন ক্রয়ের রসিদ জমাসহ যে তিনটি শর্ত বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক নির্ধারিত। গতকাল (১ ফেব্রুয়ারি) থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা প্রদান শুরু হয়েছে।

তিনি বলেন, কিছু শিক্ষার্থীর একাউন্ট নম্বরে ভুল আছে। কেউ আবার এজেন্ট ব্যাংকিং নম্বর প্রদান করেছে। সেক্ষেত্রে তাদের টাকা প্রদান সম্ভব হবে না। তথ্যগত ভুলের কারণে যদি টাকা দেয়া সম্ভব না হয়, তাহলে সেই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য আমাকে দেয়ার জন্য বলেছি। আমরা পরে আবার ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করবো।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে দেয়া বাকি দুটি শর্ত হচ্ছে- বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে হবে। ঋণের সম্পূর্ণ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সকিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা যাবে না।

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য স্মার্টফোন কিনতে ইউজিসিকে এক হাজার ৪০৪ জনের চূড়ান্ত তালিকা পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর আগে গত ২৫ জানুয়ারি তালিকাটি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির অনুমোদন পায়।