ঢাবির শতবর্ষপূর্তির প্রথম ওয়েবিনার শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রথম ওয়েবিনাররের প্রথম পর্ব শেষ হলো আজ। বাংলাদেশ সময় শুক্রবার (২২ জানয়ারি) সন্ধ্যা ৬টায় ওয়েবিনার শুরু হয়।
‘‘History of the University of Dhaka and Higher Education in Bangladesh’’ শিরোনামের আন্তর্জাতিক এ ওয়েবিনারের সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মানসুরা আলম।
আজকের পর্বের দুইটি শেসনে মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ছয়জন বক্তা ছিলেন যথাক্রমে প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, প্রফেসর ড. অমিত চাকমা, প্রফেসর ড. মনিরুজ্জামান খন্দকার, মোঃ মাহফুজ আনম, প্রফেসর ড. সেলিম জাহান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
তাদের উপস্থাপনকৃত ছয়টি প্রবন্ধ হচ্ছে যথাক্রমে
University of Dhaka graduating into a world class University, My Dreams for Dhaka Universities 2nd century, History of Science Education in the University of Dhaka and its role in Bangladesh Perspective, Dhaka University and the Making of a muktijoddha can the University of Dhaka be an Intellectual leader and Assurance And Higher Education in Bangladesh.
গতকাল সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জুন পর্যন্ত মোট ছয়টি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুম এ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এ ওয়েবিনারগুলোতে অংশগ্রহণ করতে পারবে।