ঢাবির শতবর্ষপূর্তি: আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ‘Celebrating the 100 Years of the University of Dhaka: Reflections from the Alumni— International and National’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলন উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আছেন। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।


সর্বশেষ সংবাদ