পরীক্ষা বর্জন করে আন্দোলনে চবি শিক্ষার্থীরা

আন্দোলন করছেন আইইআর ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
আন্দোলন করছেন আইইআর ইনস্টিটিউটের শিক্ষার্থীরা  © সংগৃহীত

১১ শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি না দেয়ায় পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) শিক্ষার্থীরা। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দুই বছর ১০ দিন পর ২০১৮-১৯ সেশনের ১ম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তবে ক্লাসে উপস্থিতির হার কম থাকার অজুহাত দেখিয়ে আমাদের ১১ জন সহপাঠীকে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়নি। এর আগে জরিমানা নিয়ে পরীক্ষায় বসার উপস্থিতি দেয়া হলেও এবার সেই সুযোগ দিচ্ছে না কর্তৃপক্ষ। যা অন্যায়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। বিভিন্ন কারণে তারা ক্লাসে উপস্থিত থাকতে পারেননি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ইনস্টিটিউটের পরিচালকের কাছে তাদের পরীক্ষার বিষয়ে কথা বলেছি।


সর্বশেষ সংবাদ