দেশের দ্রুততম মানবী রাবির সাবেক শিক্ষার্থী শিরিন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা ১১ বারের মতো দেশের দ্রুততম নারী এ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিরিন আক্তার। আজ শুক্রবার বিকেলে মাত্র ১১ মিনিট ৮০ সেকেন্ড সময়ে ১০০ মিটারের স্প্রিন্ট জয় করে স্বর্ণপদক তুলে নেন এই দ্রুততম মানবী।
এসময় জাতীয় স্টেডিয়ামের মাঠে প্রায় একযুগের এই সফলতায় মহান প্রভুর নিকট শুকরিয়া জানিয়ে সকলের কাছে দোয়া পার্থনা করেছেন এই নারী এ্যাথলেট।
সাতক্ষীর সদরের দহকোলা গ্রামের শিরিন আক্তার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। শেখ আবদুল মজিদ ও আঙ্গুরা বেগম দম্পতির কোনো ছেলে নেই। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এখন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। এছাড়া বিকেএসপির শিক্ষার্থীও ছিলেন তিনি। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান হলেও খেলার মাঠে দ্বিতীয় কমই হয়েছেন। প্রথম হওয়াটাই তার সবচেয়ে বড় নেশা।
ছোটবেলা থেকেই অনেক চটপটে এবং ভবঘুরে সভাবের হওয়ার ফলে 'অকর্মার ঢেঁকি, তোকে দিয়ে কিছু হবে না। অমুকের মেয়ের পা ধোয়া পানি খা গিয়ে’- মায়ের এমন অনেক কথা শুনে শৈশব পার করেছেন শিরিন। তিনি তার মেয়ে শিরিনকে আর অকর্মা বলেন না। দেশসেরা এই মানবীর কর্মপ্রচেষ্টা ও সফলতায় মুগ্ধ তার মা আঙুরা বেগম।