০৪ জানুয়ারি ২০২১, ১০:৪৩

ওয়াশিংটনে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন কমিটি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাবি প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন দুই শীর্ষ নেতা  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে শতরূপা বড়ুয়া ও সাধারণ সম্পাদক হিসেবে ইসরাত সুলতানা মিতা নির্বাচিত হয়েছেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত রয়েছেন। আর ইসরাত সুলতানা মিতা অণুজীববিজ্ঞানী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ সেশনে দুই বছর মেয়াদী পাঁচ সদস্যের বোর্ডের অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি মন্টগোমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি।

শতরূপা বড়ুয়া জানান, আগামী দুই বছর সংগঠন হিসেবে ফোরামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল। বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর বলে উল্লেখ করেন তিনি।