০১ জানুয়ারি ২০২১, ১০:১৮

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে নতুন বছরকে বরণ

ঢাবিতে নতুন বছরকে বরণ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) নতুন বছর উদযাপন করা হয়েছে। নতুন বছরের প্রথম প্রহরে (৩১ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী ও শহীদ মধুসূদন দে এর সন্তান অরুণ দে, মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, সোহাগ মিয়াসহ সংগঠনটির ২০ জনের মতো নেতাকর্মী।

এসময় থার্টিফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নতুন বছর উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া নিষেধাজ্ঞার কারণে এবার ক্যাম্পাসে আতশবাজি কিংবা ফানুশ ওড়ানো হয়নি।

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, অতীত অভিজ্ঞার আলোকে থার্টিফার্স্ট নাইটে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা নিতে হয়। এবারও নেওয়া হয়েছে। নিরাপত্তা বিধানে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও আমাদের প্রক্টরিয়াল টিম রয়েছে।