৩০ ডিসেম্বর ২০২০, ১২:০১

মেধাবী, সংস্কৃতিমনা ও প্রাণবন্ত ছিলেন রুমানা: আইএনএফএস অ্যালামনাই

রুমানা ইয়াসমিন  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের ছাত্রী রুমানা ইয়াসমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইএনএফএস (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট) অ্যালামনাই এসােসিয়েশন। মঙ্গলবার (২৯ নভেম্বর) এসােসিয়েশনের সভাপতি আবু তারেক মােহাম্মদ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক ড. নাজমা শাহীন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এই শোক প্রকাশ করেন।

তারা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের ছাত্রী রুমানা ইয়াসমিন গত ২৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ব্যক্তিজীবনে রুমানা একজন মেধাবী, আত্মবিশ্বাসী, সংস্কৃতিমনা ও প্রাণবন্ত মানুষ ছিলেন। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তিনি ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ আনসার এ সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।’

তারা আরো বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ হারিয়েছে একজন প্রতিভাবান কর্মকর্তা, আমরা হারিয়েছি আমাদের প্রিয় ছাত্রী/সহপাঠী/বন্ধু/বােন। রুমানার এই অপ্রত্যাশিত ও অকাল মৃত্যুতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট (আইএনএফএস), ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শােকাহত। আইএনএফএস অ্যালামনাই এসােসিয়েশনের পক্ষ থেকে আমরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শােক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’

প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমানা ইয়াসমিন। রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে ট্রেনিংয়ে ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়