১৪ ডিসেম্বর ২০২০, ১০:১৫
ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী: ঢাবি উপাচার্য
ভাস্কর্যবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বক্তব্য সভ্যতার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী, মানবিক মূল্যবোধের পরিপন্থী। বাংলার মাটিতে এ ধরনের অপপ্রয়াস কখনও সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।’
দিবসটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।