বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে রাবির কর্মসূচি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:১৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:১৬ PM
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুদ্ধিজীবী দিবসে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবস দুইটির কর্মসূচি শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এদিন সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে প্রভাতফেরী বের করা হবে।
পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৭টা ৪৫ মিনিটে রাবি শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতি, হল প্রশাসন ও পেশাজীবী সংগঠন প্রভাতফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করবে।
এছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
পাশাপাশি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টা ৩০ মিনিটে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও সংগঠন প্রভাতফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে।
পরে বেলা ১১টায় শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক বনাম অফিসার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাদ জোহার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরেও সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সমিতি অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে আছে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ড, রাবি অফিসার সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনলাইন সভা, শহীদ স্মৃতি সংগ্রহশালা, প্রকৌশল অনুষদ এবং আইসিটি সেন্টারের ব্যবস্থাপনায় সকাল ১০টা ৪৫ মিনিটে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫ ও ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য জায়গা আলোকসজ্জায় সজ্জিত করা হবে।
প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পাক হানাদার বাহিনী বাঙ্গালির মেধা শূন্য করতে দেশের সুনামধন্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তার দুই দিন পর ১৬ ডিসেম্বর বাঙালি দীর্ঘ নয় মাস সংগ্রাম করে পাক হানাদারদের পরাস্ত করে এবং কাঙ্ক্ষিত বিজয় অর্জনের মাধ্যমে বাংলার মাটিতে লাল-সবুজের পতাকা প্রতিষ্ঠা করে।