‘হলদে বিহরণ’ কাব্যের মোড়ক উম্মোচনে চবি উপাচার্য
- চবি প্রতিনিধ
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:২২ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:২২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের প্রথম কাব্যগ্রন্থ ‘হলদে বিহরণ’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদীন পাঠান, মোজ্জামেল হক লিমন, কনক সাহা জয়, শহিদুল ইসলাম সোহেল, শহিদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
‘হলদে বিহরণ’ কাব্যগ্রন্থটি ‘গলুই’ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এ কাব্যে গ্রাম্য পরিবেশ, পল্লীসমাজের জীবনচলন, নগরের যান্ত্রিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা ফুটে উঠেছে। যার কোথাও প্রকাশ পেয়েছে বঞ্চিত মানুষের হাহাকার, সমাজের ছলচাতুরী ও অমানবিক বৈষম্য। আবার কোথাও প্রেম, দেশপ্রেম, প্রতিবাদ, সাম্যবাদ এবং দ্রোহের সমন্বয় ঘটেছে।
কবি আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দেবস্থান গ্রামে।