অকালেই না ফেরার দেশে ঢাবি ছাত্র রাব্বী
ক্যান্সারের কাছে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফজলে রাব্বী। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, ফজলে রাব্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (আইএলইটি) ফুটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফজলে রাব্বীর ছোট ভাই মাহফুজ আহমেদ বলেন, আজ সকালে তিনি ইন্তেকাল করেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য এখনও আমার কাছে আসেনি। খোঁজ নিয়ে দেখছি।’