‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’ (ভিডিও)

পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকে এ বিক্ষোভ শুরু করেন তারা।

পরীক্ষা নেয়ার দাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করছেন। স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে।


সর্বশেষ সংবাদ