অধ্যাপক হাসনা বেগম আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক অধ্যাপক হাসনা বেগম আর নেই। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর।
এর আগে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশীদ।
জানতে চাইলে অধ্যাপক ড. হারুন রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এর আগে ফুসফুস আক্রান্তের কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে করানো হয়। পরে তার তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
তিনি বলেন, অধ্যাপক হাসনা বেগম ছিলেন বাংলাদেশে দর্শন পরিবারের একজন প্রথিতযশা পণ্ডিত। তিনি তাঁর মেধা, যোগ্যতা ও গভীর পাণ্ডিত্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দর্শন পরিবারের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর মৃত্যুতে শুধু দর্শন পরিবার নয়, জাতি হারালো এক কৃতি সন্তান। এমন মানুষের মৃত্যু নেই, হতে পারে না। তিনি বেঁচে থাকবেন আমাদের স্মৃতিতে, আমাদের পথচলায় তাঁর কাজের মধ্য দিয়ে। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
জানা যায়, অধ্যাপক হাসনা বেগমকে জীবদ্দশায় দেয়া নির্দেশনা অনুযায়ী তার পিতামাতার কবরের পাশে শায়িত করা হবে।
প্রসঙ্গত, শিক্ষকতাকে ছাপিয়ে একজন বড় মাপের দার্শনিক ছিলেন অধ্যাপক হাসনা বেগম। দেশে নারীর উচ্চশিক্ষার একজন অন্যতম পথিকৃত তিনি।