ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি

ঢাবি লোগো
ঢাবি লোগো  © ফাইল ফটো

অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে অব্যহতি দেয়া হয়েচে। রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যহতি পাওয়া ওই শিক্ষক হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নুসরাত ফারাহ এবং একই বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ