বাংলা চ্যানেল পাড়ি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং টিম

সাঁতারে অংশ নেয়া ৮ শিক্ষার্থী ও ঢাবি লোগো
সাঁতারে অংশ নেয়া ৮ শিক্ষার্থী ও ঢাবি লোগো  © সংগৃহীত

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) শুরু হতে যাওয়া বাংলা চ্যানেল সাঁতারে’র ১৫তম আসরে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিং টিম অংশ নিচ্ছে। আট সদস্যের এই দলের ম্যানেজার রওনক ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাঁতারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. নাজমুল হোসাইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক ইসলাম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী তানবীর-উল-ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম তপু, আইন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবাদুল ইসলাম এবং উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রেজাউল করিম।

প্রসঙ্গত, টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথকে বাংলা চ্যানল বলা হয়ে থাকে। এই চ্যানেলটির নামকরণ করেছেন কাজী হামিদুল হক। ২০০৬ সাল থেকে বাংলা চ্যানল সাঁতার আয়োজিত হয়ে আসছে।


সর্বশেষ সংবাদ